প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাদত হাসান মান্টো, এমন একজন সাহিত্যিক যিনি যা জানেন আর দেখেছেন তাই লেখায় ফুটিয়ে তোলেন, তিনি লেখেনও অকপটে ভয় ভীতি ভুলে। এই কাহিনীর শুরু ১৯৪৬ সালের মুম্বাই নগরে। মান্টো ইসমাত চুঘতাই (রাজশ্রী দেশপাণ্ডে) মত আর শ্যাম চাদ্দার (তাহির রাজ ভাসিন) মত আলোচিত ব্যক্তিত্বদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছিলেন। মান্টো, সেই সময় কখনও প্রশংসিত আর কখনও বা সমালোচিত হন। ভারত বিভাগের সময় এসে যায় এর মধ্যে সা¤প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। এক অস্তিত্বের সংকটে পতিত হন মান্টো। শেষে বন্ধুদের ছেড়ে তিনি লাহোর যেতে মনস্থ করেন। সেখানে তিসনি নিজেকে পরিচয় দিতেন ‘চালতা ফিরতা বাম্বাই’ বলে যার অর্থ কায়িকভাবে লাহোরি হলেও মনেপ্রাণে বোম্বাইয়া। তবে তার সৃষ্টি থেমে থাকে না আর বিতর্কিত হন তার চেয়ে বেশি। তার ‘ঠাণ্ডা গোস্ত’ অশ্লীল বলে চিহ্নিত হয়। এই থেকেই মান্টোর জীবনের এক অজানা অধ্যায় উন্মোচিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।