রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকার প্রদত্ত ভর্তুকি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক পরিতোষ চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশীদ ভূঁইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু ও কৃষক নেতা মোস্তাফিজুর রহমান বাবলু। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১২৬০ জন প্রান্তিক চাষি ও নেরিকা ধানের জন্য ১৭৫ জন চাষিকে বাছাই করা হয়েছে। প্রতি চাষিকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ সার এবং প্রান্তিক চাষির জন্য ৫ কেজি বীজ ও নেরিকা ধান চাষির জন্য ১০ কেজি বীজ প্রদান করা হয়। সেচ সহায়তার জন্য তাদের নিজস্ব ব্যাংক হিসাবে প্রান্তিক চাষির জন্য ৪০০ টাকা ও নেরিকা ধান চাষির জন্য ৮০০ টাকা করে ভর্তুকি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।