রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া বাজারের মালয়েশিয়া প্রবাসী মোঃ সেফাজ উদ্দিন খানের পঞ্চম শ্রেণীতে পড়–য়া শিশুকন্যা সুমাইয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া বাজারের মালয়েশিয়া প্রবাসী মো. সেফাজ উদ্দিন খানের মেয়ে চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ঘটনার দিন সকালে ওই বাজারের জামে মসজিদে আরবি পড়া শেষে বাড়ি আসে। সকাল সাড়ে ৯টার দিকে মেয়ের মা রাশিদা বেগম ঘর থেকে মেয়েকে কোলে তুলে পার্শ্ববর্তী তোফাজ্জেল মৃধা ও কবির খানের কাছে নিয়ে যায় এবং বলে ঘরের খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়েছে। তাৎক্ষণিক আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্র ম-ল শিশুকন্যার মৃত্যু ঘোষণা করেন। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক গৌরাঙ্গ হাজরা জানান, শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে মেয়ের চাচা শুক্কুর আলী খান ও জসিম উদ্দিন টিপু দাবি করেন শিশু সুমাইয়াকে ওর মা রাশিদা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা আরও জানান, হত্যাকা-কে ধামাচাপা দেয়ার জন্য গলায় ফাঁস নাটক সাজিয়েছে। তালতলী থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। ময়নাতদন্ত ছাড়া সঠিকভাবে বলা যাবে না হত্যা না আত্মহত্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।