রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে এই মানববন্ধন করা হয়। বাংলাদেশ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন- সংগঠণের সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এরশাদুল হক খান, আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম, অলক সরকার, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও মমিনুল ইসলাম, সদর উপজেলা সভাপতি রুহুল আমিন, রাজারহাট উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি পূরণে একটি স্বারকলিপি প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করা হয়। বক্তারা দাবি করেন, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে। যোগদানের তারিখ হতে চাকরির বয়স গণনা করতে হবে। দাবি পূরণে আগামী ৫ মে ঢাকা রিপোর্টাস ইউনিট হলরুমে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক ও ১১ মে জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ডাকা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।