Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌ-সম্মেলন ৯-১০ অক্টোবর ঢাকায়

আসছেন ২০ দেশের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দক্ষিণ এশিয়ার নৌ-পরিবহন সেক্টরের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দু‘দিন ব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ।

গতকাল নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। নৌ-পরিবহন অধিদপ্তরের থেকে বলা হয়, আগামী ৯-১০ অক্টোবর ঢাকাস্থ ল্যা মেরিডিয়ান হোটেলে ‘সাউথ এশিয়া মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরাম ২০১৮’ এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারত, শ্রীলংকা, মিয়ানমার, নেপাল, ভুটানসহ প্রায় ২০ টি দেশের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। এ সম্মেলন সফল করার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুম্বাইতে ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবছর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি জানান, দ্বিতীয় বারের মতো এ সম্মেলনে নৌ সেক্টরের বিভিন্ন বাধাসমূহ সমাধানের উপায়, ক্রমবর্ধমান চাহিদা পূরণ, দক্ষিণ এশীয় নৌ বন্দর সমূহ ব্যবহার ও উন্নয়ন, কর্মকর্তা ও কর্মচারিদের প্রশিক্ষণ, আইনী সহায়তাসহ প্রয়োজনীয় আইন ও বিধিবিধান, ড্রেজিং, শিপ বিল্ডিংসহ নানা বিষয়ে এ সম্মেলনে আলোচনা করা হবে। দ্বিতীয় দিন শেষে একটি ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে। সে অনুযায়ীই পরবর্তীতে কাজ করবে এই ফোরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ-সম্মেলন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ