Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর নতুন গান নিয়ে ফিরলেন আভরিল লাভিন

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রায় পাঁচ বছর নিষ্ক্রিয় থাকার পর ৩৪তম জন্মদিন উপলক্ষে ‘হেড ওভার ওয়াটার’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করে সঙ্গীতাঙ্গনে ফিরলেন গায়িকা আভরিল লাভিন। তিনি বলেন, “এতে আমার মন অবিশ্বাস্যভাবে পরিপূর্ণ হয়েছে”। গানটিতে তার লাইম রোগে ভোগার বিষয়টি স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। তিনি টুইটারে লিখেছেন : “আজ আমার জন্মদিনে #হেডওভারওয়াটার মিউজিক ভিডিওটি আপনাদের জন্য প্রিমিয়ার করে আমার মন অবিশ্বাস্যভাবে পূর্ণ হয়ে গেছে। প্রথম যেদিন গানটি লেখা শুরু করেছিলাম সেদিন থেকেই মিউজিক ভিডিওটি কেমন হবে সে সম্পর্কে আমি ভেবে আসছি।” ‘কমপ্লিকেটেড’ গানের গায়িকাটি সম্প্রতি জানিয়েছেন তিনি লাইম রোগে ভুগছেন এবং সেজন্যই তিনি সঙ্গীত থেকে এতদিন দূরে ছিলেন। গানটিতে তার এই রোগকে মোকাবেলা করার বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এক সাক্ষাতকারে লাভিন জানান অসুস্থ অবস্থায় তার অনুভূতি হয় তিনি ডুবে যাচ্ছেন। “ এক রাতে মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি আর আমি মেনে নিয়েছিলাম যে আমি মারা যাব। আমার মা আমার বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে ছিলেন,” লাভিন পিপল সাময়িকীকে বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আভরিল লাভিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ