Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে আলোচনা সভায় মতিন খসরু এমপি : ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে শহরে রূপান্তরিত করা হবে’

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০০ পিএম

জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সার্বিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় প্রায় শতভাগ বিদ্যূতায়ন করা হয়েছে। আগামীতে এ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে কুমিল্লার পরে উন্নত আবাসস্থল তথা বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে শহরে রূপান্তরিত করা হবে। ইন্শাআল্লাহ। উপরোক্ত কথাগুলো বলেন সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। তিনি গতকাল ২৮ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ উদ্যোগ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাশেম খান, কুমিল্লা (দ:) জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সম্পাদক, বুড়িচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র আ’লীগ নেতা ময়নামতি ইউপির সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ শাহআলম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জাহের, কালিকাপুল আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান, অধ্যক্ষ আবুল বাসার, প্রধান শিক্ষক জামশেদ আলম, প্রধান শিক্ষক আলী আকবর, সুপার সফিকুল ইসলাম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ^াস, কেন্দ্রিয় আ’লীগ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ষোলনল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, রাজাপুর ইউপি ্চেয়ারম্যান মো. মোস্তফা, ভারেল্লা (উ:) ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহমান রব, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবু তাহের। বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগণ, বুড়িচং উপজেলা সিনিয়র আ’লীগ নেতা আনোয়ার হোসেন আনু ঠিকাদার, মিজানুর রহমান, আবদুর রশীদ, যুবলীগ নেতা মো. ই¯্রাফিল আলম, আ: রশীদ পেপার, এরশাদুল হক মেম্বার, মো. জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা অহিদুর রহমান অকি, উপজেলা ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, ইমতিয়াজ আহাম্মদ ইমন, আরিফুল ইসলাম, আল-আমিন, ছাত্রলীগ নেতা আসিফ, জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ