Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াই গণতন্ত্রের আপোসহীন ঠিকানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৮ এএম

জাগপার সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের অশুভ পরিকল্পনা আওয়ামী লীগকে ধ্বংসস্তুপে পরিণত করবে। ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটলে দেশের কোটি জনতা আওয়ামী লীগকে ক্ষমা করবে না। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় শেরে বাংলা নগর ছাত্র সংঘের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী জাগপা ছাত্রলীগে যোগদান করেন। তিনি বলেন, জাতীয় ঐক্য সরকারের মধ্যে ভীতির সঞ্চার করেছে। তাদের মনে রাখা ভাল, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন করার চেষ্টা হলে সরকার পতনের ঘণ্টা বেজে উঠবে। সুতরাং খালেদা জিয়াই হবে ভবিষ্যত গণতন্ত্রের আপোসহীন ঠিকানা। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের নজরদারি গণতন্ত্রের জন্য অশনী সংকেত। ৭৪-৭৫ এ গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ ২০১৮ এ তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। গণমাধ্যম সম্পাদক ও কর্মীদের এখনই প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। অন্যথায় শৃঙ্খলাবদ্ধ গণমাধ্যম কাগুজে বাঘে পরিণত হবে। তিনি গণমাধ্যমের উপর আরোপিত কালো আইন বাতিলের দাবি জানান। জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপা’র রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, যুব জাগপার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, মাসুম বিল্লাহ, জাগপা ছাত্রলীগ সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, নূর ইসলাম, জাগপা ছাত্রলীগ নেতা মনির হোসেন জীবন, শেখ সোহেল, মেহেদী হাসান, ইশতিয়াক আহমেদ অহি, তানভীর ইসলাম শোভন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ