Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সস্ত্রীক থাইল্যান্ড গেলেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গপুরে গেছেন। গত বুধবার দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের (টিজি -৩৪০) একটি বিমানে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার স্ত্রী হামিদা হোসেন সঙ্গে রয়েছেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গনফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন শারিরীক চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ড গেছেন। তার হাঁটুর সমস্যসহ আর কিছু সমস্য রয়েছে। তিনি চিকিৎসা শেষে সিঙ্গাপুরও যেতে পারেন। সেটা তার চিকিৎসকের পরামশ্যের উপর নির্ভর করবে। আগামী ৫ বা ৬ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. কামাল হোসেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ