Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য হাউস উইথ আ ক্লক ইন ইটস ওয়াল্স

| প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইলাই রথ পরিচালিত হরর ফিল্ম ‘দ্য হাউস উইথ আ ক্লক ইন ইটস ওয়াল্স’। ‘কেবিন ফিভার’ (২০০২), ‘হস্টেল’ (২০০৫), ‘হস্টেল : পার্ট টু’ (২০০৭), দ্য গ্রিন ইনফার্নো’ (২০১৩), ‘নক নক’ (২০১৫) এবং ‘ডেথ উইশ’ (২০১৮’ রথ পরিচালিত চলচ্চিত্র। বেলায়ারের লেখা ১৯৭৩ সালে প্রকাশিত শিশুদের গথিক হরর উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
কিশোর লুইস বার্নাভেল্ট (ওয়েন ভ্যাকারো) অনাথ হবার পর তাকে তার চাচা জনাথান বার্নাভেল্টের (জ্যাক ব্ল্যাক) কাছে একটি পুরনো বাড়িতে থাকার জন্য পাঠানো হয়। অল্প কিছু সময় পরই সে আবিষ্কার করে তার চাচা যাদুবিদ্যা চর্চা করে। বাড়িটিতে কিছু রহস্যজনক ঘটনা ঘটার পর সে চাচাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে পারে এটি ছিল এক দম্পতির সম্পত্তি। এই দম্পতি অশুভ যাদুবিদ্যা চর্চা করত। তারা এই বাড়ির দেয়ালে একটি যাদুর ঘড়ি লুকিয়ে রেখেছে, সেটির রয়েছে দুনিয়া ধ্বংস করার ক্ষমতা। দেরি হবার আগেই সেটি তাদের খুঁজে বের করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য হাউস উইথ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ