Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ডিজেল নিয়ে হাহাকার

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : সরকারের দাম কমানোর সিদ্ধান্তে সরবরাহ বন্ধ থাকায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেশ কয়েক দিন ধরে ডিজেল নিয়ে হাহাকার চলছে। ডিজেল কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ঘাঘর বাজার, ধারাবাশাইল বাজার, কালিগঞ্জ বাজার, ভাঙ্গারহাট বাজার, রাধাগঞ্জ বাজার গুলোর ব্যবসায়ীরা দাম কমার আশঙ্কায় ডিজেল সরবরাহ করছেন না। মুষ্টিময় দুই একটি দোকানে চাহিদার তুলনায় অপ্রতুল, পাওয়া গেলেও ৭০ টাকার ডিজেল কিনতে হয় ৮৫ টাকা দরে আর কেরোসিন ৯০ টাকা। এতে করে চরম বিপাকে পরেছেন উপজেলার সাধারণ ব্যবসায়ী ও কৃষকরা। তারা জানান, ডিজেলের অভাবে পাওয়ার পাম্প, সেলো, অটো, রাইস মিল, ড্রেজার মেশিনগুলো চালানো যাচ্ছে না ফলে ধান মাড়াই করা, সেচ কাজ, রাইস মিলে ধান ভাঙ্গানো ও যানবাহন চলাচলের কাজ চরমভাবে ব্যাহত হচেছ। তেল ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী জানান, সরকার তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়ায় ডিলাররা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না। এ জন্য এত ক্রাইসিস। ক্রেতা সুনিল হালদার জানান এমনিতেই ডিজেল পাওয়া যাচেছ না তার পর আবার ৭০ টাকার ডিজেল ৮৫ টাকায় কিনতে হচ্ছে। আর এর প্রভাব পড়ছে সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের উপর। তারা সরকারের কাছে দ্রুতই ডিজেল সংকটের সমাধান চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালীপাড়ায় ডিজেল নিয়ে হাহাকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ