Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -বিএম ফরহাদ হোসেন,এমপি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০৮ পিএম

নাসিরনগরে উন্নয়ন মেলা-২০১৮ সফলভাবে উদযাপন করার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় প্রধান অতিথি বলেন দেশকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাশাপাশি আগামী ৪-৫-৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় বর্তমান সরকারে উন্নয়ন ও অর্জনসমূহ জনসাধারণের মধ্যে তুলে ধরারও আহ্বান জানান তিনি। এদিকে আজ উপজেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মাসিক সভাও অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন এম পি বলেন অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত ভাবেই কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, থানার সাব-ইন্সপেক্টর কাওছার আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, গোকর্ণ ইউপি চেয়ারম্যান হাসান খান, কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক, ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ।



 

Show all comments
  • Billal Hosen ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১০ পিএম says : 0
    আল্লাহ আপনাকে উন্নয়ন করার তৌফিক দান করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ