বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ২৭ এপ্রিল থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল (রোববার) সকালে সিভাসু’র ভিসির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সংঘর্ষে জড়িত আট শিক্ষার্থীকে ছাত্রবাসে প্রবেশ নিষিদ্ধ করারও সিদ্ধান্ত হয়।
সিভাসু’র ভিসি অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচজন এবং ফিশারিজ অনুষদের তিনজনসহ মোট আট শিক্ষার্থীকে ছাত্রাবাসে প্রবেশ ও নিষিদ্ধ করা হয়েছে। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা থাকায় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তারা হলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের কল্যাণ আশীষ ভাদুড়ি, জগন্নাথ চন্দ্র দে, ভুবন চন্দ্র হালদার, এম এস আবদুস সালাম ও আশিক হাজরা এবং ফিশারিজ অনুষদের শফিকুল ইসলাম, সাজিব মেহরাব সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।
সিভাসু’র জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে সোমবার থেকে ছাত্রাবাসগুলো খুলে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।