বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তারা স্থানীয় যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টেক্সটাইল মোড় বার্মা হাজারী কারখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, রহিম মিয়া ও মোঃ সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে। স্থানীয়রা জানায়, দুইজনই স্থানীয়ভাবে যুবলীগ কর্মী। এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত তারা। স¤প্রতি বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার ঝুট ব্যবসায়ী রহমানের কাছে চাঁদা দাবি করে তারা। এ বিষয়ে রহমান থানায় অভিযোগ দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।