Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’সহ ছয়টি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল বলিউডের ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’, ‘পাটাখা’, ‘পিহু’, ‘ফালসাফা’, ‘রাষ্ট্রপুত্র’ এবং ‘বাস এক আনন্দ ম্যায় তেরা’ ফিল্ম ছয়টি মুক্তি পাবে। ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’ মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। সোশাল ড্রামা ধারার ফিল্মটি প্রযোজনা করেছেন মনীশ শর্মা। শরত কাটারিয়ার পরিচালনায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আনুষ্কা শর্মা, রঘুবীর যাদব। সঙ্গীত পরিচালনা করেছেন আনু মালিক। কাইটা প্রডাকশন্স, বিশাল ভরদ্বাজ পিকচার্স প্রাইভেট লিমিটেড এবং বিফোরইউ মোশন পিকচার্সের ব্যানারে ফ্যামিলি ড্রামা ‘পাটাখা’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন ধীরাজ ভদভান, অজয় কাপুর, রেখা ভরদ্বাজ এবং বিশাল ভরদ্বাজ। বিশাল ভরদ্বাজের পরিচালনায় অভিনয় করেছেন সানিয়অ মালহোত্রা, রাধিকা মদনসুনীল গ্রোভার, বিজয় রাজ, সানন্দ ভার্মা, ম্রুনাল ঠাকুর, নমিত দাশ অভিষেক দুহান এবং একটি আইটেম দৃশ্যে পারফর্ম করেছেন মালাইকা অরোরা। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। রয় কাপুর ফিল্মস এবং আরএসভিপি’র ব্যানারে মুক্তি পাচ্ছে থ্রিলার ফিল্ম ‘পিহু’। প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা, সিদ্ধার্থ রায় কাপুর এবং শিল্পা জিন্দাল। বিনোদ কাপরি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। হিমাংশু যাদব পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘ফালসাফা’য় অভিনয় করেছেন মনিত জৌরা, গীতাঞ্জলি সিং, রিদিমা গ্রোভার এবং সুমিত গুলেটি। আজাদ পরিচালত অ্যাকশন ফিল্ম ‘রাষ্ট্রপুত্র’তে অভিনয় করেছেন আজাদ, রুহি সিং, আনুষ্কা এবং জেমি লিভার। অ্যাকশন ফিল্ম ‘বাস এক আনন্দ ম্যায় তেরা’ পরিচালনা করেছেন সচীন চৌহান; অভিনয় করেছেন অনুপম চৌহান, বানী এস শর্মা এবং সুরজ ঠাকুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম

২১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ