বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক তত্ত্বাবধয়াক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেছেন, প্রতিবন্ধী মানুষেরা অপ্রতিবন্ধীদের তুলনায় সাধারণত বেশি মেধাবী। দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে তৈরি অনেক কুটির শিল্প খুবই সুনিপুন। তাদের সুরক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রদানে এগিয়ে আসা উচিত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে আরো বক্তব্য রাখেন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্ট্রির চেয়ারম্যান ডা. শহিদুল কাদির পাটোয়ারী।
এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়। বছরব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় । রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইডেন মহিলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারি চাকরিসহ সর্বক্ষেত্রে প্রকৃত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকুরিতে ৩% থেকে ৫% কোটা রাখা উচিত। বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কর্মসংস্থান করলে তাদেরকে কর সুবিধাসহ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া যেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।