বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক দায়িত্ব নিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি)। গতকাল বিকেলে কেসিসির প্যানেল মেয়র আনিছুর রহমান বিশ্বাস তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর উপলক্ষে নগর ভবনের নিচতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা। অনুষ্ঠানে তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনকে মাদকমুক্ত, সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
নবনির্বাচিত মেয়র বলেন, কেসিসিতে ৮০০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে। কিন্তু এতে অনেকেই খুশি হতে পারেননি। নগরীতে ৮ টি খাল আছে। এ অর্থ নগরীর পানিবদ্ধতা নিরসনে খাল খনন ও সংস্কারে ব্যয় হবে। খাল দখল করে কেউ যদি সোনার বিল্ডিংও তৈরি করে তাও ভেঙ্গে দেয়া হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমার দলের কেউ ভাগ্যোন্নয়নের কথা ভেবে থাকলে তারা আমার কাছ থেকে ৩৮ হাত দূরে থাকবেন। আমি ন্যায় ও সততার সঙ্গে যে কাজ শুরু করেছি তা থেকে যেন দূরে সরে না যাই। আজীবন আমি মানুষের সেবায় কাজ করে যাব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান এমপি, স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হাকিম।
উপস্থিত ছিলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অ্যাডভোকেট নূরুল হক এমপি, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন্নাহার, সাবেক এমপি মোল্লা জালালউদ্দীন, কেসিসির নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
১৫ মে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রায় ৬৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে কেসিসির মেয়র নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।