Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ডি এ তায়েব ও মাহি জুটির অন্ধকার জগত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত সিনেমা অন্ধকার জগত : দ্য ডার্ক মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে এর মুক্তির তারিখ জানানো হয়। বদিউল আলম খোকন বলেন, সিনেমাটিতে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে খারাপ হওয়া মানুষেরা ভালো হয় কীভাবে! এ সিনেমার মাধ্যমে প্রথমবার মাহি ও তায়েব একসাথে অভিনয় করছেন। আশা করি, তাদের রসায়ন দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবেন। সিনেমাটির নির্মাণের শুরুর দিকে নাম ছিল কাঙাল। এতে মাহি অভিনয় করছেন গোয়েন্দা পুলিশের চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ডি এ তায়েবকে ঘিরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক খোকনসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ