বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। এ আইনকে কালো আইন আখ্যায়িত করে তা বাতিলের জন্য আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সেক্রেটারি শহীদুল ইসলাম, বাসসের ইউনিট চিফ আবুল কালাম মানিক, আহমেদ মতিউর রহমান, গাজী আনোয়ার হোসেন প্রমুখ।
রুহুল আমিন গাজী বলেন, ‘প্রথম থেকেই আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করেছি কিন্তু সরকার আমাদের এই বিরোধিতাকে কোনো তোয়াক্কাই করেনি। একতরফা এই আইন পাশ করেছে।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চলুন এই কালো আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। যাতে সরকার এই কালো আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত এই কালো আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে।’ এম আবদুল্লাহ বলেন, ‘আমরা সাংবাদিকরা বস্তুনিষ্ট স্বাধীন সাংবাদিকতা করতে চাই। কোন সরকার দেশ চালাচ্ছে আমাদের জানার দরকার নেই। কিন্তু কেন এই কালো আইন। এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।