বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেআইনীভাবে বর্তমান সরকারকে উৎখাতের চক্রান্ত চলছে। কিন্তু সকল ষড়যন্ত্র নস্যাত করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হবে। নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
তথ্যমন্ত্রী গত শনিবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে বনপাড়া পৌর চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০১৯ সালের ৫ জানুয়ারীর মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচন না হলে দেশ অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়বে, সাংবিধানিক শূণ্যতা তৈরী হবে। ৭৫ এর পর আমরা দেখেছি, দেশে সাংবিধানিক সংকট তৈরী হলে যে অস্বাভাবিক অবস্থা তৈরী হয় তা মানুষের জন্যে ক্ষতিকর, দেশের জন্যে ক্ষতিকর, মুক্তিযুদ্ধের চেতনার জন্যে ক্ষতিকর, রাজনীতির জন্যে ক্ষতিকর। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, দেশকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই।
বড়াইগ্রাম উপজেলা জাসদ সভাপতি সাবেক চেয়ারম্যান মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি,এম,আলম। নির্বাচনী এই পথসভায় আগামী জাতীয় নির্বাচনে নাটোর-৪ আসনে জাসদের প্রার্থী হিসেবে ডিএম আলমের নাম ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।