রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। গতকাল রোববার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব মাগুরার কৃতী রাজনীতিবিদ আলহাজ অ্যাড. শাইফুজ্জামান শিখর। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আ.লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আ.লীগের সভাপতি তানজেল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে জেলার চার উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদরাসা প্রধান কৃতী ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাইফুজ্জামান শিখর বলেন, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ম শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যাচ্ছেন, তখন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আবার অকার্যকর দেশে পরিণত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, বিনা বেতনে লেখাপড়া, বিনামূল্যে বই, উপবৃত্তি, সবই ভালো প্রজন্ম গড়ে তোলার মানসে বর্তমান সরকার করে যাচ্ছে। মায়ের গর্ভ থেকে শিশু সকল সুযোগ নিয়ে ভালো মানুষ হবে এ উদ্দেশ্যই বর্তমান প্রধানমন্ত্রীর। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ছাত্রলীগের চরিত্র হরণসহ জনবিচ্ছিন্ন করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগের নেতাকর্মীদের জনবিচ্ছিন্ন করতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে। এর থেকে সতর্ক থাকতে হবে তা হলে তাদের ষড়যন্ত্র বিফল হবে। পরে প্রধান অতিথি জেলার চার উপজেলার ৪৩৭ কৃতী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।