Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি আন্দোলন আন্দোলন বলে ফাঁকা বুলি আওড়াচ্ছে -ওবায়দুল কাদের

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন আন্দোলন করে ফাঁকা বুলি আওড়ালেও গত ১০ বছরে তারা কোন আন্দোলন গড়ে তোলতে পারেনি।
এখন ড. কামাল আর বি চৌধুরীরর পেছনে ধরে ব্যর্থচেষ্টা করছে। অথচ জাতীয় ঐক্য নামের যা বলা হচ্ছে তারা ঢাকায় চকরিয়ায় আজকের সমাবেশের বিশ ভাগের একভাগ মানুষও সমাগম করতে পারবেনা।
২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগের পথনভায় তিনি একথা বলেন। চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে নতুন বাস টার্মিনাল চত্তরে আয়োজিত পথ সভা এক বিশাল জনসভায় রূপ নেয়্।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী।
২০০১ সাল থেকে তারা যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারেনি। ঈদের নামাজ ও আত্মীয় স্বজনের জানাযার নামাজ পড়তে পারেনি। দেশের জনগণ তাদের প্রত্যাখন করেছে।
সন্ধ্যা ৬. ২৯ টায় ওবায়দুল কাদের চকরিয়ায় মঞ্চে উঠেন এবং ২০ মিনিট বক্তব্য রাখেন।
এর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ