নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী মাসে সউদী আরবে স্বাগতিক দলের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এজন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে। সেলেসাও জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার ম্যালকম। প্রীতি ম্যাচের এই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা ও মিডফিল্ডার উইলিয়ান। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস।
ম্যালকম ছাড়া দলে ডাক পাওয়াদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর তরুণ গোলরক্ষক ফেলিপে। দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এদেরসনও। তিনের দলে নেই জুভেন্টাস ফরোয়ার্ড ডগলাস কস্তা। উরু ও গোলালির চোটের কারণে তাকে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে খবর বেরিয়েছে। পাশাপাশি গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুথু দেওয়ার কান্ডের কথা উল্লেখ করেন তিতে, ‘ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, শৃঙ্খলা ঘাটতির কারণে সে দলের বাইরে।’
আগামী ১২ অক্টোবর কিংসাউদ ইউরিভার্সিটি স্টেডিয়ামে সউদী আরব ও ১৬ অক্টোবর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিকে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ফেলিপে (গ্রেমিও)। ডিফেন্ডার: দানিলো (ম্যান সিটি), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), ফাবিনিয়ো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), এদের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)।
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আউগুস্তো বেইজিং গোয়ান), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা), ফ্রেড (ম্যান ইউ), মালকম (বার্সেলোনা), রিশার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)।
ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভেরতন (গ্রেমিও)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।