বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম. পি বলেছেন, দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন ঘটছে। সে সব উন্নয়নের কথা আমাদের নেতাকর্মীদের দেশের মানুুষের কাছে গিয়ে বলতে হবে। আমাদের দেশের মানুষগুলোও খুব সহজ ও সরল প্রকৃতির। তাই তাদের কোনভাবে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
গতকাল সৈয়দপুর কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়ে আয়োজিত আনন্দ র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন আসাদুজ্জামান নূর আরো বলেন, বাংলাদেশকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর অনেক আশা, অনেক স্বপ্ন। তাঁর স্বপ্নগুলোকে দেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হবে।
তিনি আরো বলেন, দেশের মানুষের আয় ও সক্ষমতা দুটোই বেড়েছে। আগে আমাদের উত্তরবঙ্গে ভীষণ মঙ্গা ছিল। এখন মঙ্গা শব্দটি মুছে গেছে। প্রধানমন্ত্রী এ অঞ্চলে অনেক উন্নয়ন সাধিত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নীলফামারী - ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।