Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

আটকে আছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বেনাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। পণ্য লোড আনলোডে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
ভারতীয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনের স্টাফ এসোশিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র জানান, গত সপ্তাহে ভারতের পেট্রাপোল বন্দরে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আমদানি রফতানি বানিজ্যের সমস্যা নিয়ে বৈঠক হয়। সভায় ভারতীয় পন্য বোঝাই ট্্রাক’র মালামাল বেনাপোল বন্দরে লোড আনলোডের জন্য লেবার বকশিশের বিষয়টি সহনশীল পর্যায়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তী সময়ে বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ কর্মচারীরা ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ট্রাকচালকদের কাছ থেকে আবারও অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করলে ভারতীয় ব্যবসায়ীরা তার প্রতিবাদে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ভারতীয় ট্রাক থেকে আমদানি পণ্য খালাসে তারা সভার সিদ্ধান্ত মেনেই ভারতীয় প্রতিনিধিদের কাছ থেকে খরচের টাকা নেয়া হয়। বেশি অর্থ আদায়ের অভিযোগ ভিত্তিহীন।
বেনাপোল কাস্টমস’র সহকারি কমিশনার উওম চাকমা জানান, সকাল থেকে দু দেশের মধ্যে পণ্য লোড আনলোড এর লেনদেন নিয়ে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ পাঠালে তারা গ্রহণ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে পণ্যবাহী কয়েক হাজার ট্রাক। বিভিন্ন শিল্প কলকারকানা , মেশিনারি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাঁচামালের পাশাপাশি মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ