Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রদল নেতা রনির স্বীকারোক্তিতে পাঁচটি কার্তুজ উদ্ধার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অস্ত্র মামলায় রিমান্ডে থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির স্বীকারোক্তি মোতাবেক এবার ৫টি কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকালে ওই গুলি উদ্ধার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই ফিরোজ মুন্সী জানান, একটি অস্ত্র মামলায় রিমান্ডে ছিল রনি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গুলির কথা। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক দাপা ইদ্রাকপুরস্থ সাহারা সিটির বালুর মাঠে একটি চায়ের দোকানের পেছন হতে ৫টি পাইপ গানের গুলি তথা কার্তুজ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্ল­া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে রিমান্ডে থাকা অবস্থায় আরো একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে ফতুল্ল­ার দাপা ইদ্রাকপুরস্থ অরিয়ন গ্রুপের বালুর মাঠ হতে একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়। পরে মামলাটি ডিবিকে দেওয়া হয়। ওইদিন ৩ দিনের রিমান্ডে ছিল রনি।
এর আগে, ১৭ সেপ্টেম্বর রনিকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। যদিও রনির পরিবারের অভিযোগ ছিল ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যায় রনি। আর রাত পর্যন্ত ফিরে আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ