Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সভা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

‘কর্ম, ঐক্য, অধিকার, এই হোক আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ফেনী জেলার শাখার উদ্যোগে আয়োজিত ৮২ জন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প (কারখানা) মালিকদের নিয়ে ব্র্যাক, এসডিপি, প্রোগ্রেস প্রকল্পের সহায়তায় একটি সাধারণ সভা গত শুক্রবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ফেনী জেলার আহ্বায়ক মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা (বাইশিমাস)’র সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন (বাইশিমাস)’র সহ-সভাপতি আবদুল আলিম, ব্র্যাকের এসডিসি প্রোগ্রেস কুমিল্লা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার অসীম কর্মকার, ব্র্যাক ফেনী অঞ্চলের ফিল্ড টেকনিক্যাল অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন ১৯৯৪ ইং সালে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প কারখানা মালিকদের স্বার্থ রক্ষার্থে ও ইঞ্জিনিয়ারিং শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গঠন করা হয়। বর্তমানে ব্র্যাক স্কিলস ডেভোলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) প্রোগ্রেস প্রকল্পের মাধ্যমে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশের ৪২টি জেলায় এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প কারখানার মালিকদের উন্নয়নে ও কারিগরি দক্ষ জনশক্তি তৈরিতে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন বলে তারা মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্প সমিতির সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ