রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশকে লক্ষ্য করে মাদক পাচারকারীরা গুলিবর্ষণ করেছে। তবে এতে কেউ হতাহত না হলেও ২ জন মাদক পাচারকারী আটক হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ মাঠের মধ্যে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকার ১৫-১৬ জনের একদল মাদক পাচারকারী গাঁজা ও ফেনসিডিল পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে মথুরাপুর ক্যাম্প ইনচার্জ শরিফুল ও হোসেনাবাদ ক্যাম্প ইনচার্জ হানিফের নেতৃত্বে পুলিশের পৃথক টহল দল হোসেনাবাদ মাঠে অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে পরপর ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে আতংক সৃষ্টি করে মাদক নিয়ে তারা পালিয়ে যায়। তবে মাদক পাচারকারীদের ছোড়া গুলিতে কেউ আহত না হলেও পুলিশ মাদক পাচারকারীদের লক্ষ্য পাল্টা গুলি চালায়নি বলে অভিযানে নেতৃত্ব পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মাদাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে ইকবাল (৩২) ও পাকুড়িয়া এলাকার মৃত আজিতুল্লাহর ছেলে কাবুল (৪২) নামে ২ জন মাদক পাচারকারীকে আটক করে। পুলিশকে লক্ষ্য করে মাদক পাচারকারীদের গুলির বিষয়ে মথুরাপুর ক্যাম্প ইনচার্জ শরিফুল জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে হোসেনাবাদ মাঠে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে মাদক পাচারকারীরা ৫-৬ রাউন্ড গুলি ছুড়েছে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। এদিকে পুলিশকে লক্ষ্য করে মাদক পাচারকারীদের গুলির বিষয়ে দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন কিছু জানেন না বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।