Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় লটারি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা

ভোলার মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় স্বপ্নতরী র‌্যাফেল ড্র লটারীর নামে প্রকাশ্যে জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। গতকাল রোববার দুপুরে সদর রোড়ের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে তারা এ মানববন্ধন করে। এ সময় তারা সড়ক অবোরধ করে এই কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন, দাওয়াতুল হক আমীর মাওলানা আ: খালেক, ঈমান আক্বিতা সংরক্ষন কমিটির সহ-সভাপতি মাও. শফিউদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মাও. তাজউদ্দিন, আতাউর রহমান, ইয়াকুব আলী জিহাদী, গোলাম মোর্শেদ, হাফেজ আ: রব, সাংবাদিক এমএ বারী, তরিকুল ইসলাম প্রমুখ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ র‌্যাফেল ড্র নামে প্রকাশ্যে জুয়া বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় লটারি বন্ধের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ