রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাসির উদ্দিনের সমর্থকরা পরাজিত (আ’লীগ) বিদ্রোহী প্রার্থী মাইনুল ইসলামের বসতঘর ভেঙে আসবাবপত্র লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম অভিযোগ করেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্যে দিবালোকে নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিনের ইন্ধনে তার ৩ সহোদর কবির, জহির, বশির ও সহযোগী কাইয়ুমসহ ২৫ থেকে ৩০ জন সমর্থক বড়মাছুয়া বাজারে মাইনুল ইসলামের টিনের ঘর ভেঙে টিভি, ফ্রিজ, খাট ও আলমারিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চেয়ারম্যানের তিনভাই ও সমযোগী কাইয়ুমসহ ১৬ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে মাইনুল জানান। এব্যাপরে নবনির্বাচিত চেয়ারম্যান নাসিরউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য আমার প্রতিপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, ভাংচুরের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।