Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌরচালিত পিএসএফে ঘুচছে সুপেয় পানির সংকট

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আবু কওছার, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউপির বয়ারসিং গ্রামের সৌর শক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টারটি মানুষের সুপেয় পানির সমস্যা সমাধানে ভূমিকা রেখে যাচ্ছে। শ্যামনগর উপজেলায় সর্বত্র সুপেয় পানির প্রাপ্যতার কম বেশি সমস্যা রয়েছে। বিশেষভাবে শুকনা মৌসুমে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। লবণ পানির চিংড়ী চাষ এলাকা হিসেবে শ্যামনগর উপজেলা পরিচিত। লবণাক্ততার প্রকোপের জন্য শ্যামনগরে সুপেয় পানির সমস্য প্রকট। এখানে টিউবওয়েলেও ভাল পানি পাওয়া যায় না। এর ফলে খাওয়ার পানির একমাত্র উৎস পুকুরের পানি বললে একেবারে অত্যুক্তি হবে না। উপজেলায় সরকারি, বেসরকারিভাবে বিভিন্ন গ্রামে পুকুরের পানি পিএসএফের মাধ্যমে খাওয়ার উপযোগি করা হয়েছে এবং এ সকল পিএসএফে কলস ভরে পানি গ্রহণে ব্যাপক ভিড় থাকে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শ্যামনগর উপজেলায় শতকরা ৬০ভাগ মানুষ পিএসএফের পানি পান করে থাকেন। এলাকার অভিজ্ঞ মহলের মতে উপজেলায় খাওয়ার পানির উৎস যেহেতু পুকুর সে কারণে বিভিন্ন দুর্যোগে এ সকল পুকুরের পানি সংরক্ষণে সরকারি-বেসরকারি ভূমিকা প্রয়োজন বলে মতামত প্রকাশ করেন। উপজেলার আটুলিয়া ইউপির বয়ারসিং, আড়পাঙ্গাশিয়া, হিঞ্চি, ছোট কুপট, বড় কুপট, তালবাড়িয়া গ্রামে সুপেয় পানির সমস্যা রয়েছে। এ ছয়টি গ্রামসহ আরও পার্শ্ববর্তী গ্রামের মানুষ বয়ারসিং গ্রামে সৌর শক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টার থেকে পানি গ্রহণ করে থাকেন। সরজমিনে দেখা যায় সুশিলনের রি-কল প্রকল্পের বাস্তবায়নে অক্সফাম ও গ্রামবাসীর সহায়তায় ৬৩৭৬৭৪ টাকা ব্যয়ে সৌর শক্তিচালিত এ পন্ড স্যান্ড ফিল্টারটি ২০১৫ সালের এপ্রিলে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি অনুদান ৫৩১৩৮ টাকা। দেখা যায় ফিল্টারে ৫০ ওয়ার্টের সোলার বসানো আছে, একটি বজ্র নিরোধক দ- রয়েছে এবং রাতে পানি গ্রহণের সুবিধার্থে ২০ ওয়ার্টের একটি সোলার আছে। এ সকল জিনিস ও ফিল্টারটি রক্ষণাবেক্ষণে ৫ সদস্যবিশিষ্ট একটি নারী-পরুষের কমিটি রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উপকরণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। ফিল্টারে পানি নিতে আসা বয়ারসিং গ্রামের লুৎফুননেছা বেগম, লিপিকা রানী, অমেলা রানী বলেন প্রত্যহ এ ফিল্টারে প্রায় ৫শত লোক পানি নিতে আসেন। সকাল থেকে অধিক রাত পর্যন্ত ফিল্টারে ভিড় থাকে। রশিদা পারভীন, মজিদা আক্তার ও অন্যান্যরা বলেন দূরের গ্রামের মানুষ ভ্যান বা অন্যান্য গাড়ি নিয়ে এসে পানি নিয়ে যান। এর ফলে ৪২০ পরিবারে ২৪ ঘণ্টায় পানি দেয়ার ক্ষমতা থাকলেও পানি নিতে আসে কয়েক শত পরিবার। এ জন্য শেষের দিকে ট্যাপে পানি পড়ে না। বিধায় অনেক গৃহবধূ পানি না পেয়ে খালি কলস নিয়ে ফিরে যান। ফিল্টারের কেয়ারটেকার জানান ২৪ ঘণ্টায় এ ফিল্টারের ১০ হাজার লিটার পানি সাপ্লাই করার ক্ষমতা রয়েছে। কিন্তু তার চেয়ে বেশি পরিবার এখান থেকে পানি নিতে আসে। অনেকে পানি না পেয়ে সরাসরি পুকুরের পানি নিয়ে যান। এ ব্যাপারে সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান বলেন, উপকূলীয় এলাকায় খাবার পানির সমস্যা প্রকট। আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় স্থাপিত এ সৌরচালিত পিএসএফ প্রযুক্তি খাবার পানির প্রয়োজনীয়তা কিছুটা হলেও নিবারণ করছে। রি-কল প্রকল্প সমন্বয়কারী উজ্জল কুমার কর্মকার বলেন, প্রকল্পের আওতায় আটুলিয়া ইউনিয়নে বিগত দুই বছরে ৩টি সৌরচালিত পিএসএফ স্থাপন করা হয়েছে এবং বর্তমানে আরো তিনটি পিএসএফ স্থাপনের কাজ চলছে। শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান উপজেলার অধিকাংশের বেশি পিএসএফের পানি পান করে থাকেন। বয়ারসিংহ এলাকার সৌরচালিত পিএসএফটি পরিদর্শন করবেন এবং লবণ পানির হাত থেকে পুকুরটি রক্ষার ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনাসহ ঘের মালিকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌরচালিত পিএসএফে ঘুচছে সুপেয় পানির সংকট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ