Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অজানা জ্বরে’ উত্তর প্রদেশে দেড় মাসে ৮৪ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১০ পিএম

ভারতের উত্তর প্রদেশের ছয় জেলায় গত ছয় সপ্তাহে ‘অজানা জ্বরে’ অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে পশ্চিমের বারিলি জেলায় ২৪ জন এবং প্রতিবেশী বুদাউন জেলায় ২৩ জন মারা গেছেন বলে জানায় এনডিটিভি।

বারিলিতে মারা যাওয়া ১২ বছরের কিশোর ওমকারের বাবা বলেন, “প্রচণ্ড জ্বরের কারণে দুই দিন আগে ওমকারকে প্রথমে গ্রামের ডাক্তার দেখাই। অবস্থা খারাপ হলে ছেলেকে জেলা হাসপাতালে নিয়ে এসেও বাঁচাতে পারিনি।”

বাকি জেলাগুলো হলো: হারদই, সিতাপুর, বাহরাইচ এবং শাহজানপুর।

কী রোগে এত মানুষ মারা যাচ্ছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরই মধ্যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক দল রোগের প্রাদুর্ভাব হওয়া ছয় জেলা পরিদর্শন করেছে।

প্রদেশের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক বলেন, “প্রাথমিক তথ্যে ভাইরাস জ্বর, টাইফয়েড ও ম্যারিয়ার কারণে এমনটা হচ্ছে বলে ধারণা করা হয়েছে। যেসব এলাকায় রোগের প্রাদুর্ভাব হয়েছে আমরা সেখানে ওষুধ বিতরণ করেছি। মশা মারতে ওষুধ দেওয়া হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধিতে প্রচার চলছে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমার বিশ্বাস।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজানা জ্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ