Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হঠাৎ গ্যাস-বিদ্যুৎ সঙ্কট

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

গ্যাস বিদ্যুৎ সঙ্কটে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গতকাল (বৃহস্পতিবার) দিনভর নগরীর অনেক এলাকায় চুলা জ্বলেনি। দফায় দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় তীব্র গরমে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। আমদানিকৃত এলএনজি সরবরাহের পরও গ্যাসের সঙ্কট কাটেনি। নগরীর কাজির দেউড়ী, জামাল খান, চকবাজার, ডিসি রোড, বাকলিয়াসহ অনেক এলাকায় সকাল থেকে বাসাবাড়িতে গ্যাস সঙ্কট দেখা দেয়। হঠাৎ গ্যাস সঙ্কটে বিপাকে পড়েন গৃহিনীরা। রান্নাবান্না না হওয়ায় হোটেল থেকে খাবার এনে খেতে হয় অনেক পরিবারকে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) প্রকৌশলী মনজুরুল হক জানান, এলএনজির সরবরাহ দেওয়ার পর থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাহিদা বেড়েছে। ইতোমধ্যে ভারী শিল্প কারখানায় গ্যাস সরবরাহ দেয়া হয়েছে। এর ফলে নগরীর কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এ সমস্যা আজ শুক্রবার বিকেল পর্যন্ত থাকবে জানিয়ে তিনি বলেন, এরপর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
গ্যাস সঙ্কটের সাথে পাল্লা দিয়ে নগরীতে বিদ্যুৎ সঙ্কটও হঠাৎ বেড়ে গেছে। রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট এবং শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। তার উপর সঞ্চালন ব্যবস্থায় ত্রুটির কারণে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ সরবরাহ বিঘিুত হচ্ছে।
কোন কোন এলাকায় দিনে আট থেকে দশবার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে। পিডিবির প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন দৈনিক ইনকিলাবকে বলেন, বিদ্যুতের কোন লোডশেডিং নেই।
তবে সঞ্চালন ব্যবস্থা ত্রুটির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। দু’টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকলেও চট্টগ্রামে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ