Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূকাকু হয়ে আসছেন নিথর মাহবুব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

নিথর মাহবুব, একজন মুকাভিনেতা হিসেবে হিসেবে দর্শকপ্রিয়তা লাভ করেছেন। যে সময়ে দেশে মুকাভিনয় অনেকটাই পিছিয়ে পড়েছিলো, সে সময় নিথর মাহবুব একাই উদ্যোগী হয়ে এই শিল্পটিকে ধরে রেখে চর্চা চালিয়ে গিয়েছেন। তার আন্তরিক চেষ্টায় নতুন করে মুকাভিনয়ে তরুণরা আগ্রহী হয়ে উঠছেন। এই প্রজন্মের জনপ্রিয় এই মুকাভিনেতাকে নিয়ে দূরন্ত টিভি নির্মাণ করছেন ‘দূরন্ত সময়’ নামে বিশেষ একটি অনুষ্ঠান। ৬৫ পর্বের এই অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন পার্থ প্রতীম। এই অনুষ্ঠানে নিথর মাহবুবকে মূকাকু চরিত্রে অভিনয়ে দেখা যাবে। নিথর মাহবুব জানান, এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বাচ্চাদের বিভিন্ন পেশার সাথে পরিচয় ঘটানো হবে। আমার অভিনীত মূকাকু চরিত্রটি প্রাণবন্ত করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাচ্চাদের সঙ্গে অভিনয় করতে আমার ভীষণ ভালোলাগে। তাদের সঙ্গে সময়টা আমি ভীষণ উপভোগ করি। দূরন্ত সময়ের সবাই খুব আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ। অনুষ্ঠানটি নিয়েও আমি আশাবাদী। কারণ আমার অভিনয় জীবনের এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটি কাজ।’ এদিকে শিগগরিই প্রচারে আসছে নিথর মাহবুবের বোম্বে সুইটস’র তান্দুরী চানাচুরের বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেছিলেন ভাস্কর। এর আগে দূরুন্ত টিভিতে ‘টিরিগির টক্কা’ ধারাবাহিকে বজলু চোর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন নিথর মাহবুব। ২০১৫ সাল থেকে নিথর মাহবুব তার মুকাভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ‘মাইম আর্ট’র ব্যানারে বিনোদন সাংবাদিকদের বিশেষ সম্মাননা দিয়ে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূকাকু

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ