পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন আসলেই নানা ধরণের খেলা শুরু হয়। এই খেলার পিছনে অনেকেই জড়িত থাকে যারা প্রকাশ্যে আসে না। তবে যত কিছুই হোক কোন লাভ হবে না। যথা সময়ে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা ক্লাবে নিজের লেখা উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ ছবির মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মহরত অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা ঋতুপর্ণা সেন, পূর্ণিমা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকারের সময় বিএনপির আন্দোলনের স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে। বিএনপি গত দশ বছরে তারা কোন আন্দোলন করতে পারেনি। জনগণ তাদের আন্দোলনে সারা দেয়নি। বিএনপি আগামী দুই মাসে কি করতে পারবে তা জনগণ ভালভাবেই জানে।
তিনি বলেন, আদালতের উপর বিএনপির কখনই আস্থা ছিল না। তাই তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্তি করতে চায়। তারা এখন মানি না, মানবো না পার্টি। নালিশ পার্টি নাম তো আছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে সফরের বিষয়ে তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে জাতিসংঘে গেছে বিচার দিতে। কিন্তু কান্নাকাটি করেও কারো দেখা পায়নি। তিনি যখন জাতিসংঘ সদর দপ্তরে তখন জাতিসংঘ মহাসচিব ঘানায়। তবুও জাতিসংঘ মহাসচিব দাওয়াত দিয়েছে বলে মিথ্যা বলে। শেষে কান্নাকাটি করায় বিরক্ত হয়ে জাতিসংঘের একজন আন্ডার সেক্রেটারি তাদের সাথে দেখা করেছে। দেশের রাজনীতির সম্মান ক্ষুন্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সম্মান ক্ষুন্ন করার কোন অধিকার বিএনপির নেই।
নির্বাচনকালীন ছোট সরকার কবে নাগাদ হবে এমন প্রশ্নে জবাবে কাদের বলেন, আশা করি অক্টোবরের শেষ সপ্তাহে হয়ে যাবে। কত সদস্য সেটা বলতে পারবো না, তবে পার্লামেন্ট মেম্বারের বাইরে কেউ এই সরকারে থাকবে না, এটা একটু সাইজে ছোট হবে। কারণ এই সরকার মেজর পলিসি ডিসিশনে থাকবে না। শুধু রুটিন ওয়ার্ক করবে। এসময় মূল দায়িত্বটা থাকবে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনটা পরিচালনা করবে নির্বাচন কমিশন।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের বিষয়ে তিনি বলেন, যেহেতু সেনাবাহিনী নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত হবে না সেজন্য সেনাবাহিনীর ব্যাপারটা সরকারকে অনুরোধ করেত হবে যদি প্রয়োজন বোধ করে। আর সরকার প্রয়োজন অনুযায়ী সময়ের নিরিক্ষে কিভাবে মোতায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সড়ক পরিবহন শ্রমিকদের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরো বলেন, এদেশে আবার বিএনপি ও তার সাম্প্রদায়িক দোষররা নাশকতার ছক আঁকছে। আন্দোলনের নামে আবারও দেশকে ২০১৪ সালের মত সহিংসতার চক্রান্ত করছে।
শ্রমিকদের উদ্দেশ্য করে আওয়মী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা কি প্রস্তুত আছেন? আবারও নাশকতা সহিংসতা করলে বাংলাদেশের শ্রমিক সমাজ, কৃষক সমাজ, তরুণ সমাজ ও নারী সমাজকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো।
সকল ষড়যন্ত্র নসাৎ করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বর মাসে বিজয়ের বন্ধরে পৌছাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো বাই প্রস্তুত থাকুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।