Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নদীগর্ভে ঢাকা-পিরোজপুর মহাসড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বাগেরহাটের চিতলমারীর মধুমতি নদী ভাঙনে ঢাকা-পিরোজপুর মহাসড়েকের প্রায় ১০০ ফুট রাস্তা ভেঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার শৈলদহ বাজার সংলগ্ন এলাকায় প্রায় ১০০ ফুট রাস্তা নদীতে ভেঙ্গে যায়।
ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা রোকা মিয়া, রহমান শেখ, শাহাদাত হোসেন বলেন, গত ১০দিন ধরে মধুমতি নদীর তীব্র স্রোতে অব্যাহত ভাঙনে দোকানপাট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি বিলীন হয়েছে। ঝুঁকিতে থাকা মহাসড়কের একটি অংশ গতকাল সকালে নদীতে ভেঙ্গে যায়। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। আমাদের অন্য কোথাও যাওয়ারও জায়গা নেই। অনেকে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে আজ পথে বসেছে। এদের দেখার কেউ নাই। আমরা দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা চাই।
কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজার ও পরাণপুর গ্রামে মধুমতি নদীর ভাঙ্গন দেখা দেয়। এ বছর ভাঙ্গনে শৈলদাহ বাজার, খেয়াঘাটসহ তার আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এছাড়া ফসলি জমি, বসতবাড়ি ও অসংখ্য গাছপালা বিলীন হয়েছে। ভাঙ্গন আতঙ্কে কেউ কেউ বাড়ি ঘর সরিয়ে নিচ্ছেন। চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম জানান, ভাঙ্গনের ফলে এলাকার মানুষের যে ক্ষতি সাধিত হয়েছে সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির আশংকা করছি।
সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ বলেন, মহাসড়কটির একটি স্থান নদীতে ভেঙ্গে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা সকলকে সতর্ক থাকার জন্য সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব নদীভাঙ্গন রোধে কাজ করা। পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বর্তমানে জেলায় ২৩টি স্থানে নদী ভাঙ্গনের ঝুঁকি রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ১২টি এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। চিতলমারী শৈলদাহ বাজার এলাকার নদী ভাঙ্গনের এলাকায় জরুরী ভিত্তিতে বালুর বস্তা ও বাঁশখুটি দিয়ে রক্ষার চেষ্টা করছি। আমাদের চেষ্টায় কোনো ত্রু টি নাই। এছাড়া প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি। বরাদ্দ পেলেই ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদী

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ