Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদর হাসপাতালে দেয়া হল ৩৬ সর্পদংশন রোগীর চিকিৎসা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০৭ পিএম

কক্সবাজার জেলা সদর হাসপাতালে সর্পদংশনের শিকার ৩৬ রোগীর চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সাপে কাটা রোগী নিয়ে কক্ীবাজারে এখন কোন টেনশন নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে নিয়োজিত রয়েছেন বলে জানানো হয়েছে এক অনুষ্ঠানে।
প্রথম বারের মত কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের সভায় এ তথ্য দেয়া হয় ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায়
সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডাঃ সোলতান আহমেদ সিরাজী।
এতে সুদীর্ঘ কাল ধরে সাপে কাটা রোগী নিয়ে গবেষণা এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রফেসর ডাঃ এম এ ফয়েজ এর লিখা প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ সায়কা।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এমন উপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাহজাহান।
আলোচনায় অংশ নেন- নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এম এ কামাল, লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এবিএম আদনান এবং মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ রেজাউল করিম মনসুর, ডাঃ শাকিল ওয়ায়েজ এবং সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ
ইউনুস।
আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রপিক্যাল মেডিসিন ও ইনফেকশন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ শাহ জাহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্পদংশন রোগীর চিকিৎসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ