পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাম্প্রতিক সময়ে শিশু হত্যা ও নির্যাতন বেড়ে গেছে। মানবাধিকার এবং সুনির্দিষ্টভাবে শিশু অধিকার ওতপ্রোতভাবে জড়িত। শিশুদের অধিকার প্রতিষ্ঠা না হলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মত দিয়েছেন বক্তারা।
শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সাথে বেসরকারী সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) মতবিনিময় সভায় বক্তারা গতকাল এ কথা বলেন। রাজধানীর মনিপুরি পাড়ার একটি রেস্টুরেন্টে এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশা।
অনুষ্ঠানে সংসদ সদস্য নাজমুল হক প্রধান, মো. ইয়াসিন আলী, বেগম জেবুন্নেছা আফরোজ, কামরুন নাহার চৌধুরী এবং এডডভোকেট উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন। এএসডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হকের সভপতিত্বে ও পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন এএসডির ডিসিএইচআর প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ইউকেএম ফারহানা সুলতানা।
মীর শওকাত আলী বাদশা বলেন, শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের ভুমিকা রাখছে। শিশুদের নিয়ে এএসডির কার্যক্রমের প্রশংসনীয়, ককাস সদস্যরা মাঠ পর্যায়ে গিয়ে এএসডির কার্যক্রম মূল্যায়ণ করতে চায়। বিক্ষিপ্তভাবে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও বর্তমান সরকার শিশু সুরক্ষায় অত্যন্ত আন্তরিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।