Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লপ নায়িকা নিয়ে জাজ-এর চমক দেয়ার কী আছে!

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ডিলান হাসান : সিনেমা মুক্তির আগেই একের পর এক সিনেমা করে আলোচিত হয়েছিলেন পরীমণি। শুধু আলোচিতই নন, বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে সমালোচিতও হয়েছিলেন। যে পরীমণিকে নিয়ে এত আলোচনা-সমালোচনা, দেখা গেল সিনেমা মুক্তির পর সেই পরীমণি চূড়ান্তভাবে ফ্লপ। এক কথায় ফ্লপের খাতায় চলে গেলেন পরী। তারপরও তাকে নিয়ে কী এক মোহে নির্মাতারা সিনেমা নির্মাণ করে চলেছেন। সর্বশেষ মালেক আফসারীও পরীকে নিয়ে অন্তর জ্বালা নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। আফসারী পরীকে নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশও করেছেন। এ উচ্ছ্বাস এতটাই বেশি যে তিনি শাবানা, ববিতা ও কবরীর সঙ্গে পরীকে তুলনা করতে ছাড়েননি। যাই হোক, এই মালেক আফসারী সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নায়িকা কে হবে তা নিয়ে এক ধরনের রহস্য রেখে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। বলা হচ্ছে, চমক দেয়া হবে। জাজ বরাবরই চমক দেয়। নতুন নতুন নায়ক-নায়িকা সৃষ্টিতে তার জুড়ি নেই। তবে এবার যে চমকের কথা শোনা যাচ্ছে, তা হচ্ছে জাজের নতুন সিনেমার নায়িকা নাকি শেষ পর্যন্ত পরীমণিই হবেন। প্রশ্ন হচ্ছে, যে নায়িকা ফ্লপ হিসেবে চূড়ান্তভাবে পরীক্ষিত সে নায়িকা নিয়ে চমক দেখানোর কি আছে? বিষয়টি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যেন পরীমণির ক্যারিয়ারে অন্তত একটি হিট সিনেমা দেয়ার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। যে নায়িকাকে ২০-২৫ জন নির্মাতা ক্রেন দিয়ে টেনেও উঠাতে পারেনি, সেই নায়িকাকে কি জাজে’র এক ক্রেন দিয়ে উঠানো সম্ভব? অথবা মালেক আফসারীর মতো পরিচালকের ক্রেনও কি পরীমণিকে উঠাতে পারবে? হ্যাঁ, জাজের অনেক সিনেমাই হিট। তবে তার ফ্লপ সিনেমার সংখ্যাও নেহায়েত কম নয়। এখন পরীমণি যদি জাজের ফ্লপ সিনেমার কাতারে চলে যায়, তবে কি অবাক হওয়ার বিষয় থাকবে? আশা করতে দোষের কিছু নেই। কিন্তু পরীমণিকে নিয়ে এ পর্যন্ত তো অনেক নির্মাতাই আশা করেছেন। তাদের সে আশা যে গুঁড়ে বালিতে পরিণত হয়েছে, তার দৃষ্টান্ত তো ইতোমধ্যে স্থাপিত হয়েছে। আর পরীমণিকে নিয়ে জাজের চমক বা ঢাকঢাক গুড়গুড় করারই বা কী আছে! এই ঢাকঢাক গুড়গুড় যে শেষ পর্যন্ত আষাঢ়ের তর্জনগর্জন সার হবে, তা ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গণে গুঞ্জরিত হচ্ছে। অনেকে বলছেন, পরীমণির ক্যারিয়ার তুলতে গিয়ে জাজ ও মালেক আফসারি ক্রেনই না আবার ছিঁড়ে পড়ে। অনেকে এ কথাও বলছেন, মালেক আফসারী উচ্ছ্বাস প্রকাশ করতেই পারেন, তবে তার উচ্ছ্বাসের সাথে জাজ-এর এতো উচ্ছ্বাস দেখানোর কিছু নেই। কারণ ডেড হর্স কখনো দাঁড় করানো যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লপ নায়িকা নিয়ে জাজ-এর চমক দেয়ার কী আছে!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ