পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৩ অক্টোবর স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরইমধ্যে পদ্মাসেতুর ৫৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
গতকাল বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, একইদিন ঢাকা-ফরিদুপর-ভাঙ্গা পর্যন্ত ৬ লেন এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা-ভাঙ্গা ৫৫ কিলোমিটার ৬ লেন রাস্তার উদ্বোধনের পাশাপাশি পদ্মাসেতুতে রেললাইনেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া আনুষঙ্গিক কিছু ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ কাজ এই সময়ে সম্পন্ন হবে না। তবে অন্যান্য কাজের উদ্বোধন করা হবে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভুলতা ফ্লাইওভারের সবগুলো অংশ এই সরকারের মেয়াদে চালু করা না গেলেও এর একটি অংশ আগামী অক্টোবর মাসেই উদ্বোধন করা হবে। এই মুহূর্তে আমরা ফ্লাইওভারের সব শাখা উদ্বোধন করতে পারছি না। কারণ নির্বাচনী তফসিল ঘোষণার পর তো আর এই সরকার উদ্বোধন করতে পারবে না। তাতে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হবে। আশা করি, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় গেলে বাকি শাখাগুলো উদ্বোধন করতে পারব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।