Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইস্পাত শিল্পে চট্টগ্রামে আধুনিকতম যন্ত্রপাতি স্থাপন করবে জিপিএইচ

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জিপিএইচ ইস্পাত অস্ট্রিয়ার প্রাইমেটাল টেকনোলজিস এসইই’র সাথে যৌথভাবে নতুন প্লান্ট স্থাপনের লক্ষ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে। এতে করে ইস্পাত শিল্পখাতে চট্টগ্রামে এশিয়ায় আধুনিকতম যন্ত্রপাতি স্থাপন করবে জিপিএইচ। ফলে প্রতিবছরে ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিলেট, ৬ লাখ ৪০ হাজার মেট্রিক টন রিবার্স অ্যান্ড সেকশেনস তৈরি হবে। এরফলে গ্রাহকরা অপেক্ষাকৃত স্বল্পমূল্যে উন্নতমানের ইস্পাত সামগ্রী ক্রয় করতে সক্ষম হবেন। তাছাড়া ব্যাপক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, গ্যাস ও বিদ্যুতের কম ব্যবহার হবে। এখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সরকারি কোষাগারে ২২৬ কোটি টাকা জমা পড়বে।
তিনি কক্সবাজারের টেকনাফে একটি হোটেলে জিপিএইচ ইস্পাত লিমিটেডের চ্যানেল পার্টনারদের সাথে সম্প্রতি এক মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত এলাকা টেকনাফের প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ ও অভ্যন্তরীণ বহুমাত্রিক বাণিজ্য, নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠা, পর্যটন শিল্পের বিকাশ সবকিছু মিলিয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।
সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ইস্পাত সামগ্রীর মান নিয়ন্ত্রণে জিপিএইচ আপোসহীন। যার ফলে সীমান্ত এলাকা টেকনাফে পর্যন্ত আমাদের উৎপাদিত সামগ্রী জনপ্রিয়তা লাভ করেছে। আগামীতে গ্রাহক ভোক্তাদের সম্মিলিতি সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাবো।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আফসার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাফর আহমদ, রফিক উদ্দিন, ব্যবসায়ী মাহবুবুর রহমান ও জিয়াউল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিপিএইচ ইস্পাতের ডিজিএম জাহেদ আল আসবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইস্পাত শিল্পে চট্টগ্রামে আধুনিকতম যন্ত্রপাতি স্থাপন করবে জিপিএইচ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ