Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে নির্বাচনী কেন্দ্রে সন্তান প্রসব

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনের কেন্দ্রে দায়িত্ব পালন করতে আসা এক মহিলা আনসার সদস্য কন্যাসন্তানের জন্ম দেন। গত শুক্রবার রাতে উপজেলার ২২ নং কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ভোটগ্রহণের উপকরণ সহ কাছিমপুর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকলের সঙ্গে মহিলা আনসার সদস্য নাজমাও অবস্থান করেন। নাজমা উপজেলার মৃগালী গ্রামের হারুন মিয়ার স্ত্রী। রাতে নাজমা প্রসব ব্যথায় কাতর হলে সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেয়ে রাতেই মা ও সদ্যজাত শিশুকে নাজমার স্বজনরা এসে নিয়ে যায়। বর্তমানে নবজাতক ও প্রসূতী উভয়েই সুস্থ আছে বলে স্থানীয় সূত্র জানায়। কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা আনসার ভিডিপির ট্রেনিং ইন্সট্রাক্টর তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যালট পেপার নিয়ে দৌড়ে যাওয়ার সময় মেম্বার প্রার্থী আটক
ঈশ্বরগঞ্জে সীল দেওয়া ব্যালট পেপার নিয়ে দৌড় দেওয়ার সময় পুলিশ এক মেম্বার প্রার্থীকে আটক করে। গতকাল শনিবার উপজেলার ১১০ নং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে। জানা গেছে, ওইদিন দুপুরে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মকবুল হোসেন (ফুটবল) সীল দেওয়া ব্যালট পেপার নিয়ে দৌড় দেয়। এ সময় কর্মরত পুলিশ তাকে আটক করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মকবুলকে ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরগঞ্জে নির্বাচনী কেন্দ্রে সন্তান প্রসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ