নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পেন থেকে ইতালিতে পাড়ি জমিয়েছেন বেশ কিছুদিন হলো। তুরিনের ক্লাবটির হয়ে মাচও খেলে ফেলেছেন বেশ ক’টি। তবে জুভেন্টাসের হয়ে গোলখরা যেন কিছুতেই কাটছিলো না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। অবশেষে ফুরিয়েছে পর্তুগিজ গোলমেশিন ভক্তদের সেই আক্ষেপ। তার জোড়া গোলেই গতকাল ২-১ গোলে হারিয়েছে সসুলোকে। আর তাতে সিরি আ’য় লিগ শিরোপা ধরে রাখার অভিযানে জয়ের ধারা ধরে রাখলো আল্লেগ্রির দল।
প্রথম তিন রাউন্ডের সবকটিতে জেতা দল দু’টির লড়াইয়ের প্রথমার্ধ ছিল প্রায় সমানে-সমান। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও বিরতির আগে কেউই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কর্ণার থেকে তালগোল পাকিয়ে পাওয়া বল জালে জড়িয়ে গোলের অপেক্ষা ফুরায় রোনালদোর। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা মোটেও দীর্ঘ হয়নি। ৬৫তম মিনিটে এমরে কানের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ৫টি ব্যালন ডি’অর জীয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করেন সেনেগালের ফরোয়ার্ড খুমা বাবাকার। আর একেবারে শেষ দিকে প্রতিপক্ষের ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রেডরিকো দি ফ্রান্সেসকোর মুখে থুথু দেওয়ার দায়ে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস কস্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।