Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরীক্ষার দাবিতে শিক্ষকদের তালাবদ্ধ করলো শিক্ষার্থীরা

জাবির ভূগোল ও পরিবেশ বিভাগ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ক্লাস-পরীক্ষার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকদেরকে তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে বিভাগের ভিতরে আটকা পড়েন শিক্ষকরা।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু গত ১৪ দিন হলো আমাদের ক্লাস-পরীক্ষা নিচ্ছেননা শিক্ষকরা। এমন অবস্থায় আমরা দীর্ঘ সেশন জটের আশঙ্কা করছি। তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে।’
তারা আরো বলেন, ‘শিক্ষকরা লিখিতভাবে ক্লাস-পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেই আমরা আন্দোলন স্থগিত করবো।’
এদিকে বিভাগটির শিক্ষকরা সভাপতির সাথে দ্ব›েদ্ব জড়িয়ে কোন ধরনের ঘোষণা ছাড়াই ক্লাস-পরীক্ষা অংশ নিচ্ছেননা। যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে বিভাগটি। ঝুলে রয়েছে বিভাগের ৪২ ব্যাচের স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা।
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, বিভাগীয় সভাপতি একাডেমিক কমিটির সভা ডাকছেন না। আর সভার দাবিতে তারা সভাপতিতে লিখিত আবেদনও জানিয়েছেন। তবে বিভাগীয় সভাপতি বলছেন, ‘আমি নতুন সভাপতি হয়েছি। তাই সব কিছু বুঝে একাডেমিক সভা ডাকবো।’
বিভাগের শিক্ষক ও সভাপতির এমন দুমুখি অবস্থানের কারণে বিভাগে বিচ্ছিন্নভাবে দু’একটি ক্লাস ছাড়া কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।’
এ বিষয়ে ভ‚গোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনজুরুল হাসান বলেন, সোমবার বেলা ১১টায় বিভাগে জরুরি একাডেমিক সভা আহ্বান করেছি। আমি সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তবে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিতে চাচ্ছেন না। যদি কোনো শিক্ষক ক্লাস-পরীক্ষা না নেয়, তাহলে আমার কিছু করার থাকেনা।’
উল্লেখ্য, ২২ জুলাই হাইকোর্টের এক নির্দেশে ২৬ জুলাই বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মো. মনজুরুল হাসান। বিভাগের সভাপতি হওয়ার পর তিনি একাডেমিক সভা ডাকেন নি। এই অজুহাতে বিভাগের শিক্ষকরা বিভাগের সব ধরনের ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত আছেন।
এই সংবাদ লেখা পর্যন্ত (সন্ধা-৭টা) শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন শিক্ষকদেরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ