Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে কঠোর কর্মসূচির হুমকি

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলায় মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় দৈনিক স্বপ্নতরী র‌্যাফেল ড্র-লটারি নামক জুয়া বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। গতকাল ভোলা গোরস্তান কাওমী মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আজ রোববার ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে শহরে মানববন্ধনের ঘোষণা ও হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়।
ভোলা জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা নুরে আলম স্বাক্ষরিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, ভোলা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় স্বপ্নপূরী র‌্যাফেল-ড্র’র নামে যে লটারি চলছে তা ইসলামের দৃষ্টিতে তথা কুরআনের দৃষ্টিতে কবিরা গুনাহ। এ লটারির কারণে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ বিভিন্ন এনজিও থেকে সুধের ওপর টাকা নিয়ে টিকিট কিনছে। কেউ পাচ্ছে কেউ সর্বস্ব হারাচ্ছে। পারিবারিক কলহ, চুরি ছিনতাইসহ নানা অপকর্ম দেখা দিয়েছে। স্বল্প সময়ের ব্যবথানে ভোলায় অর্থনৈতিক মহামারী দেখা দেওয়ার উপক্রম হয়েছে। ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ধস শুরু হয়েছে। যার কারণে এ জুয়া খেলা বন্ধ করা জরুরি। বক্তব্যে আরো বলেন, বাণিজ্য মেলা নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। এটা অর্থনৈতিক উন্নয়নের বিষয়। আমরা গত ১৭ এপ্রিল বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছি। পুলিশ আমাদের সাথে ব্যাপক খারাপ আচরণ করেছে। যার কারণে আমরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন, জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তাজুদ্দিন, প্রচার সম্পাদক মাও. আতাউর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে কঠোর কর্মসূচির হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ