পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতে বাংলাদেশ চা বোর্ড গ্রাহকদের জন্য অনলাইনে চা লাইসেন্স সুবিধা এবং টি রিসোর্টের বাংলো বুকিং সিস্টেম চালু করেছে। গতকাল চট্রগামে বাংলাদেশ চা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ‘অনলাইন টি লাইসেন্সিং সিস্টেম’ এবং ‘অনলাইন টি রিসোর্ট বুকিং সিস্টেম’ এর উদ্বোধন করেন। এ সময় বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. গোলাম মওলা, সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ ইরফান শরীফ, সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনীর আহমদ, উপ-সচিব বেগম নাসরীন সুলতানা, উপপরিচালক (বাণিজ্য) মদহুল কবীর চৌধুরীসহ বোর্ডের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় চা বোর্ড অনলাইন চা লাইসেন্সিং পদ্ধতি চালু হওয়ায় গ্রাহকদের সহজে, স্বল্প সময়ে ঘরে বসে চায়ের লাইসেন্স পাওয়ার সুযোগ সৃষ্টি হলো। তিনি বলেন, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত শ্রীমঙ্গলস্থ টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের বাংলো বুকিং সুবিধা অনলাইনে চালু হওয়ায় এখন দেশ-বিদেশের যে কোন স্থান থেকে টি রিসোর্টের বাংলো বুকিং দেয়া যাবে।
বাংলোদেশ চা বোর্ড হতে পূর্বে বিভিন্ন লাইসেন্স যেমন- খুচরা-পাইকারী, বিডার, বেøন্ডার, চা রপ্তানি ও আমদানি লাইসেন্স ইত্যাদি ম্যানুয়ালি প্রদান করতো। এতে গ্রাহকদেরকে আবেদন জমা দেয়ার জন্য চা বোর্ডে আসতে হতো অথবা ডাকযোগ পাঠাতে হতো। লাইসেন্স ফি প্রদানের জন্য ব্যাংকে যেতে হতো। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো। কিন্তু অনলাইন লাইসেন্সিং সিস্টেম চালু হওয়ায় গ্রাহকগণ নিজ অফিসে বা ঘরে বসেই আবেদন করতে পারবেন। লাইসেন্স ফি-ও অনলাইনে জমা দিতে পারবেন। চা বোর্ড আবেদন অনুমোদিত হওয়ার পর তাদের ইমেইল ঠিকানায় লাইসেন্স প্রেরণ করা হবে।
বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে (www.teaboard.gov.bd) বা tealicense.com.bd ও www.tearesort.gov.bd তে প্রবেশ করে গ্রাহকরা ২টি অনলাইন সুবিধা গ্রহণ করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।