Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পেপারমিন্ট

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পিয়ের মোরেল পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘পেপারমিন্ট’ । ‘ব্যানল্যু থার্টিন’ (২০০৪), ‘টেকেন’ (২০০৮) এবং ‘ফ্রম প্যারিস উইথ লাভ’ (২০১০) মোরেল পরিচালিত চলচ্চিত্র। দুঃখজনকভাবে স্বামী আর একমাত্র কন্যার গুলিবিদ্ধ হয়ে নিহত হবার পর কোমা থেকে জেগে ওঠে রাইলি নর্থ (জেনিফার গার্নার)। সে জানতে পারে তার আপনজনদের মৃত্যুর জন্য গার্সিয়া কার্টেল দায়ী। কার্টেলের ভয়ে কেউ সাক্ষী দিতে রাজি নয়। রাইলিকেও ঘুষের লোভ এবং ভয় দেখান হয়। কিন্তু সে তার সত্য জবানবন্দি দেবে বলে জানায়। কিন্তু আইনের ফাঁক গলে তিন আসামি মুক্তি পায়। রাইলি এর পরপরই অদৃশ্য হয়ে যায় পাঁচ বছর সে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসে। কার্টেল সদস্য, উকিল, অবিচারের জন্য দায়ী পুলিশ আর বিচারকের বিরুদ্ধে সে এক যুদ্ধে নামে। একে একে সবাইকে সে তার কাঠগড়ায় দাঁড় করায় আর সমুচিত শাস্তি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থ্রিলার ফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ