Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউখালীতে এক সপ্তাহের ব্যবধানে দুই ছাত্রী অপহরণ একজনকে ধর্ষণ

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : কাউখালীতে গত এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যলয়ের দুই শিক্ষার্থীকে অপহরণ করে তার মধ্যে একজনকে ধর্ষণ করা হয়েছে। কাউখালী এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও কচুয়াকাঠী গ্রামে খোকন হাওলাদারের মেয়ে (১৪)কে উপজেলার গোয়ালতা গ্রামের সেলিম খানের কলেজ পড়–য়া ছেলে জায়েদ খান (১৮) ও তার সহযোগী আব্দুল্লাহ্ (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার বিকালে স্কুলছাত্রীকে বাড়ি থেকে বান্ধবীর জন্মদিনে যাওয়ার পথে অপহরণ করে। পরে জায়েদ খানের বাড়ির পিছনের বাগানে খড়কুটার ঘরে আটকে রেখে সারারাত ধর্ষণ করে। এলাকাবাসীর সহায়তায় গত শুক্রবার সকালে কাউখালী থানার এসআই মনিরের নেতৃত্বে ভিকটিমসহ লম্পট জায়েদ ও তার সহযোগী আব্দুল্লাহ্ (১৮) কে গ্রেফতার করে। এ ব্যাপারে মেয়ের মা হাওয়া বেগম বাদী হয়ে কাউখালী থানায় পৃথক দুটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছে। এর আগে মো: নাহিদ বাচ্চুর কন্যা রোদেলা প্রীতি (১৪) গত ১৫ই এপ্রিল প্রাইভেট পড়তে যাওয়ার পথে গার্লস স্কুল ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাহেব আলীর পুত্র আলামিনের নেতৃত্বে ৬/৭ জন যুবক অপহরণ করে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউখালীতে এক সপ্তাহের ব্যবধানে দুই ছাত্রী অপহরণ একজনকে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ