Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিন -চৌদ্দগ্রামে রেলমন্ত্রী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

 রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন চৌদ্দগ্রামে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সময়ে উন্নয়ন হয়েছে শতকরা ৫ ভাগ। আর বর্তমান সরকারের সময়ে উন্নয়ন হয়েছে ৯৫ ভাগ। চৌদ্দগ্রাম উপজেলার এমন কোন গ্রাম নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের নৌকা পৌঁছেনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকাকে ভোট দিন।
এ সময় তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রসংগঠন কাজ করতে পারলেও শিবিরকে কোন সুযোগ দেয়া যাবে না। কারণ শিবির স্বাধীনতা বিরোধী জামায়াতের অঙ্গ সংগঠন। স্বাধীনতার বিরোধিতা করা তৎকালীন শিবির নেতারাই আজকে জামায়াতের নেতৃত্বে। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঐহিত্যবাহী চিওড়া সরকারী কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
চিওড়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, সুপ্রীমকোর্টের আইনজীবী আব্দুল মান্নান, আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুল হাসান মুরাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী

৩১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ