Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের পিতার কারাদন্ড

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ে অনুষ্ঠান আয়োজনের অভিযোগে কনের পিতাকে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন। গতকাল শনিবার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর অনুষ্টানের দিন ধার্য ছিল।
জানা যায়, বোয়ালখালী উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডে বহদ্দারপাড়ার আবুল হাশেমের কিশোরী কন্যা নাছরিন আকতার (১৫)’র বিয়ে ঠিক হয় প্রবাসী ছেলের সাথে। নিবন্ধন নিয়ে সমস্যা থাকায় অর্থাৎ মেয়ের পূর্ণ বয়স না হওয়ায় অনেকটা চুপিসারে শহরে গিয়ে তথ্য গোপনের মাধ্যমে হলফ নামা বানিয়ে শহরের এক কাজী অফিসে আকদ-কাবীন অনুষ্ঠান সম্পন্ন করে। এর পর পর গতকাল শনিবার আনুষ্টানিক ভাবে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কাজী মাহবুবুল আলম ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন এবং অনুষ্ঠান আয়োজনের অপরাধে মেয়ের পিতা আবুল হাসেমকে ১৫ দিনের বিন্াশ্রম কারাদন্ড প্রদান করেন। বাল্য বিবাহের স্বীকার কিশোরী নাছরিন স্থানীয় পৌর সদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের পিতার কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ